বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো জন্মের সূচনালগ্ন থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে ইসলামবিদ্বেষ বিদ্যমান। এই ইসলামবিদ্বেষ নিছক কিছু ব্যক্তিবর্গের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কাঠামোগত। নিয়মিত যার বহিঃপ্রকাশ ঘটে সরকারি পলিসিতে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, সাহিত্য-সংস্কৃতি চর্চা, গণমাধ্যমসহ অন্যান্য নানা সুরতে।
একদিকে সমাজে ইসলামের ‘অনুমোদিত’ এবং ‘অঅনুমোদিত’ বিভাজন বিদ্যমান, অন্যদিকে মন মানসেও ইসলামের বিভিন্ন দিকের ব্যাপারে গেঁথে গেছে বিতৃষ্ণা এবং ভীতি। কিন্তু জনপরিসরে ইসলামবিদ্বেষ নিয়ে আলোচনা অনুপস্থিত। অল্পবিস্তর যা আলোচনা বিদ্যমান -তা করা হয় পশ্চিমা লিবারেলিসমের দর্শনের জায়গা থেকে। ইসলামের বুনিয়াদি অবস্থান থেকে ইসলামবিদ্বেষ নিয়ে আলাপ হয় না। ইসলামবিদ্বেষ নিয়ে, মূলত সেক্যুলার লিবারেলরা কথা বলে, মুসলিমরা নয়।
মুসলিম তার আকীদাহর ভিতের ওপর দাঁড়িয়ে ইসলামবিদ্বেষ নিয়ে কথা বলার সাহস করতে পারে না। তাকে আকড়ে ধরতে হয় লিবারেল-সেক্যুলারিসমের পোশাক। আর তা করতে গিয়ে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বদলে যেতে হয় তাকেও। বাংলাদেশে কাঠামোগত ইসলামবিদ্বেষের শক্তি কতোটুকু তার প্রমান হিসেবে এটুকুই আসলে যথেষ্ট।
বাংলাদেশে ইসলামবিদ্বেষ, কারণ ও স্বরুপ সন্ধান